ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

করোনা সংকটেও বন্ধ হচ্ছে না সুপারশপ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২৬, ২২ মার্চ ২০২০

নভেল করোনাভাইরাসের সংক্রমণ রোধে ঢাকা মহানগরের আওতাধীন সব বাণিজ্য বিতান ও শপিং মল আগামী ২৫ মার্চ (বুধবার) থেকে ৩১ মার্চ (মঙ্গলবার) পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। এই সময়কালে নিত্যপ্রয়োজনীয় পণ্যের জন্য মানুষ যেতে পারবেন সুপারশপগুলোতে। স্বপ্ন, মীনাবাজার এবং আগোরার মতো সুপারশপগুলো চালু থাকবে গ্রাহকের কাছে পণ্য পৌঁছে দিতে। 

রোববার (২২ মার্চ) ঢাকা মহানগর দোকান মালিক সমিতির করোনা প্রতিরোধে করণীয় শীর্ষক এক জরুরি সভায় শপিং মল বন্ধের সিদ্ধান্ত জানায়। তবে নিত্য প্রয়োজনীয় ভোগ্য পণ্য ও ফার্মেসি খোলা রাখার সিদ্ধান্ত জানানো হয়।  

এমতাবস্থায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট মোকাবেলায় সুপারশপগুলো খোলা থাকবে। কারণ সুপারশপগুলো দোকান মালিক সমিতির অর্ন্তভুক্ত নয়। ফলে আগামী ২৫ মার্চ থেকে ৩১ মার্চ প্রতিদিনই সুপারশপ খোলা থাকবে। 

এ বিষয়ে সুপারশপ স্বপ্নের নির্বাহী পরিচালক সাব্বির নাসির বলেন, মানুষকে বাঁচাতে হলে আমাদের নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিত রাখতে হবে। এক্ষেত্রে ঝুঁকি থাকলেও আমরা সেটি নিচ্ছি। তবে গ্রাহকদের এবং কর্মীদের সর্বোচ্চ নিরাপত্তা যেন নিশ্চিত হয়, সেটি এখন আমাদের প্রধান দায়িত্ব। আমরা আউটলেটগুলো সকালে খোলার পর থেকে রাতে বন্ধ করা পর্যন্ত ধারাবাহিকভাবে পরিস্কার করতে থাকি। যেন জীবাণুমুক্ত থাকা যায়। 

এছাড়াও ক্রেতারা যেন কাউন্টারে লাইনে দাঁড়ালে একে অপরের সঙ্গে দূরত্ব রেখে দাঁড়ায়, সে বিষয়ে সচেতন করছি। আমরা আশা করি, সকলের ঐক্যবদ্ধ সচেতনতায় আমরা এই সংকট কাটিয়ে উঠবো।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি