ঢাকা, বুধবার   ০১ মে ২০২৪

করোনায় একদিনে শনাক্ত ১৪০ জন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৪, ২৯ মে ২০২৩

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। তবে এ সময় নতুন করে শনাক্ত হয়েছে ১৫৯ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৯ হাজার ১৩০ জন। এর আগে গত বছরের ৩ নভেম্বর এক দিনে ১৪০ জন শনাক্ত হয়েছিল।

আজ সোমবার (২৯ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২১ জন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ২০ লাখ ছয় হাজার ২৩৩ জন। দেশের ৮৮৫টি ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে তিন হাজার ৯৯টি এবং মোট নমুনা পরীক্ষা করা হয়েছে তিন হাজার ৯৯টি।

এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৫৪ লাখ ২১ হাজার ৯১৪টি। এতে আরো বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৫.১৩ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩.২২ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮.৩৯ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৪৪ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এরপর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
কেআই//


 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি