ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

করোনায় মেক্সিকোতে ৬০ হাজার মানুষের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২১, ২৩ আগস্ট ২০২০

প্রাণঘাতি করোনা ভাইরাস ভয়াবহ রূপ নিয়েছে উত্তর আমেরিকার মেক্সিকোয়। গড়ে সংক্রমণের হার কম হলেও যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পরেই মৃতের তালিকায় এখনও দেশটি। যার সংখ্যা ৬০ হাজার ছাড়িয়ে গেছে। আক্রান্ত সাড়ে ৫ লাখের বেশি।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডমিটারের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৪৮২ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে। এতে করে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৫৬ হাজার ২১৬ জনে দাঁড়িয়েছে। প্রাণ গেছে আরও ৬৪৪ জনের। এ নিয়ে উত্তর আমেরিকার দেশটিতে মৃতের সংখ্যা ৬০ হাজার ২৫৪ জনে ঠেকেছে। 

দেশটিতে আক্রান্তদের মধ্যে ১৪ শতাংশ প্রাণ হারিয়েছেন। যা সর্বোচ্চ মৃত্যুর দেশগুলোর তুলনায় অনেক বেশি। অপরদিকে, বেঁচে ফিরেছেন ৮৬ শতাংশ। যার সংখ্যা ৩ লাখ ৮০ হাজার ৪৯২ জন। 

দেশটিতে প্রথম করোনা শনাক্ত হয় চলতি বছরের ১৮ মার্চ। প্রথমদিকে তেমনটা সংক্রমণ না ছড়ালেও ক্রমান্বয়ে তা ভয়াবহ রূপ নেয়। ফলে পাঁচ মাসেরে বেশি সময়ে দেশটিতে মৃতের সংখ্যা ষাট হাজার ছাড়াল। 

বিশ্বে আক্রান্তের তালিকায় মেক্সিকো এখন ৭ নম্বরে। আর প্রাণহানির দিক থেকে তিনে। তবে, উত্তর আমেরিকার মধ্যে দ্বিতীয়। সবার ওপরে আমেরিকা। সময় যত গড়াচ্ছে পরিস্থিতি আরও সংকটের দিকে যাচ্ছে দেশটিতে। 

বিশ্বে মৃত্যুর দিক দিয়ে প্রথম দুটি দেশ হলো, মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রাজিল। এর মধ্যে যুক্তরাষ্ট্রে মৃত্যু ১ লাখ ৮০ হাজার। আর ব্রাজিলে ১ লাখ ১৪ হাজারের বেশি। 

বিশ্বে বাংলাদেশ সময় আজ রোববার দুপুর ১২টা পর্যন্ত বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, সংক্রমিতের সংখ্যা বেড়ে ২ কোটি ৩৩ লাখ ৮২ হাজার ৭৪ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের তালিকায় যুক্ত হয়েছে বিশ্বের ২ লাখ ৬১ হাজার ৬২২ জন মানুষ। একই সময়ে প্রাণ গেছে আরও ৫ হাজার ২৪৩ জনের। এ নিয়ে এখন পর্যন্ত বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ৮ লাখ ৮ হাজার ৬৯৭ জনে ঠেকেছে। 

এর মধ্যে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ১ কোটি ৫৯ লাখ ৮ হাজারের বেশি ভুক্তভোগী। 
এআই/এসএ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি