ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

করোনায় সাবেক অতিরিক্ত সচিবের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৮, ৯ জুলাই ২০২০ | আপডেট: ০৮:৪১, ৯ জুলাই ২০২০

প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সাবেক অতিরিক্ত সচিব ও ছড়াকার নুর হোসেন তালুকদার। তিনি আলম তালুকদার নামে কবিতা ও ছড়া লিখতেন।

রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) বুধবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) নুর হোসেন তালুকদার। 

মৃত্যর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর চাচাতো ভাই সাংবাদিক তালুকদার হারুন।

মুক্তিযোদ্ধা নুর হোসেন তালুকদারকে রাতে ঢাকার মিরপুরে মুক্তিযোদ্ধাদের জন্য নির্ধারিত কবরস্থানে দাফন করার কথা।

বিসিএস ১৯৮২ (বিশেষ ) ব্যাচের এই কর্মকর্তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায়। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

নুর হোসেন তালুকদারসহ বর্তমান ও সাবেক মিলিয়ে প্রশাসনের ১৪ জন কর্মকর্তা করোনায় মারা গেলেন। আর আক্রান্ত হয়েছেন প্রায় আড়াই শ কর্মকর্তা।

এমবি//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি