ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

কর্মপন্থায় পরিবর্তন এনে দুর্নীতি দমনে আরো কার্যকর ভূমিকা রাখার কথা জানিয়েছে দুদক

প্রকাশিত : ১২:১৭, ১৮ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১২:১৭, ১৮ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

কর্মপন্থায় পরিবর্তন এনে দুর্নীতি দমনে আরো কার্যকর ভূমিকা রাখার কথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশন- দুদক। টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান মনে করেন, কমিশনের নৈতিক আচরণবিধি কার্যকর এবং অভ্যন্তরীণ দুর্নীতি বন্ধ হলে আরো বেগবান হবে দুদক। আর দুদক সচিব আবু মোহাম্মদ মোস্তফা কামাল বললেন, আগামীতে দুদকের কেউ দুর্নীতিতে জড়ালে পার পাবে না। একটি তদন্ত প্রতিবেদনের জন্য সড়ক ও জনপদ বিভাগের আইন কর্মকর্তা মিজানুর রহমান এক লাখ ৯০ হাজার টাকা ঘুষ নেন ইজারাদার মাইনুদ্দীনের কাছ থেকে। আরও নয় লাখ টাকা দাবি করে দ্বিতীয় দফায় ঘুষ নেয়ার সময় গ্রেফতার হন ওই কর্মকর্তা। এমন অভিযানের পাশাপাশি অভ্যন্তরীণ দুর্নীতি রোধ করে ঘুরে দাঁড়ানোর কথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশন। দুদকের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। তবে, নৈতিক আচরণ পরিবর্তন হলে প্রতিষ্ঠানের সুনাম আরও বাড়বে বলে মনে করেন তারা। দুদক সচিবও বললেন, অভ্যন্তরীণ সংস্কারের কথা। মানুষের মধ্যে সচেতনতার পাশাপাশি দুদকের স্বচ্ছতা আর জবাবদিহিতার মাধ্যমে দুর্নীতি কমানো সম্ভব বলে মনে করেন তারা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি