ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র অবৈধ

প্রকাশিত : ১৮:২৩, ১৮ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:২৩, ১৮ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

টাঙ্গাইল-৪ আসনের উপনির্বাচনে আব্দুল কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে করা আপিল খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ রায় দেন। এর ফলে ওই আসনের উপনির্বাচনে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের আইনজীবী ব্যারিস্টার ড. মুহাম্মদ ইয়াসিন খান। টাঙ্গাইল-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী পদত্যাগ করায় আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। পরে ওই আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। প্রার্থী হিসেবে কাদের সিদ্দিকী ও তার স্ত্রী নাসরিন সিদ্দিকী মনোনয়নপত্র দাখিল করেন। কিন্তু ঋণখেলাপের দায়ে তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন নির্বাচন কমিশন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি