ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

কাফরুলে কারখানায় দগ্ধ আল আমিনও মারা গেলেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৬, ৩ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

রাজধানীর মিরপুরে কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ শ্রমিক আল আমিনও (১৯)মারা গেছেন। সোমবার রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান। কাফরুল এলাকার পূর্ব কাজীপাড়ায় সাদিক এমব্রয়ডারি কারখানায় শুক্রবার রাতে ওই অগ্নিকাণ্ড ঘটে।
নিহত শ্রমিক আল আমিন অগ্নিকাণ্ডের পর থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। তাঁর শরীরের ৭০ শতাংশ পুড়ে গিয়েছিল।
ঢামেকের চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ পুলিশ বক্সের ইনচার্জ উপপরিদর্শক বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় এর আগে মাসুম (১৭) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তার শরীরের ৮০ শতাংশ পুড়ে যায়।
গত শুক্রবার রাত সোয়া ৩টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দগ্ধ হন কারখানার ভেতর ঘুমিয়ে থাকা তিন শ্রমিক। পরে তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। ওই দিন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে মাসুমের মৃত্যু হয়।
অগ্নিকাণ্ডের ঘটনায় আহত শ্রমিক মহিউদ্দিন (২১) এখনো চিকিৎসাধীন। তাঁর শরীরের ৮০ শতাংশ পুড়ে গেছে।
/এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি