ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

কাবিখায় নগদ অর্থ দিতে আদালতের নির্দেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৮, ৬ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচির ৭ হাজার ১৯১ টন গমের বিপরীতে ২১ কোটি টাকা (বাজার মূল্য অনুযায়ী) যাচ্ছে পানিসম্পদ মন্ত্রণালয়ে। আদালতের নির্দেশে এ অর্থ ছাড় করতে হচ্ছে। দ্রুত এ অর্থ ছাড় করতে সম্প্রতি অর্থমন্ত্রীকে আধা সরকারি পত্র (ডিও) দিয়েছেন সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ডা. দীপু মনি। এ অর্থ ছাড় করা হলে এটিই হবে কাবিখা কর্মসূচিতে নগদ অর্থ দেয়ার প্রথম ঘটনা। সংশ্লিষ্ট সূত্রে পাওয়া গেছে এসব তথ্য।

অর্থ মন্ত্রণালয়ের একজন সংশ্লিষ্ট কর্মকর্তা বলেন, কাজের বিনিময়ে খাদ্যের পরিবর্তে নগদ অর্থ দেয়ার পক্ষে উচ্চ আদালতের নির্দেশ এটি প্রথম। রায়ের বিষয়টি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে জানানো হয়েছে। তিনি বিষয়টি পর্যালোচনা করে দেখতে বাজেট শাখার সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।

তিনি আরও বলেন, কাবিখা কর্মসূচির আওতায় গমের বিপরীতে নগদ টাকা দেয়া হলে একই ধরনের আরও প্রস্তাব আসার সম্ভাবনা থাকবে। সেখানে আদালতের রায়ের রেফারেন্স টানা হতে পারে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি