ঢাকা, রবিবার   ১৬ জুন ২০২৪

‘কারা আমাকে এতিম করল সেটা সচক্ষে দেখতে চাই’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৯, ২২ মে ২০২৪ | আপডেট: ১৬:২১, ২২ মে ২০২৪

ভারতে নিহত এমপি আনোয়ারুল আজীম আনার হত্যার বিচার চাইলেন তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। বাবার হত্যাকারীদের ফাঁসি চান তিনি। 

বুধবার দুপুরে ডিবি কার্যালয়ে আসেন মুমতারিন ফেরদৌস ডরিন।

পরে তিনি সংবাদিকদের বলেন, মামলা করা হবে। বাবার হত্যার বিচারে জন্য সবার কাছে সহযোগিতা চাইলেন ডরিন। কারা আমাকে এতিম করল সেটা সচক্ষে দেখতে চাই।

তিনি বলেন, আমার কোনো ভাই নেই। আমরা দুই বোন। বড় বোন ডক্টর। আমি এলএলবি পড়ছি। আমি ইউনিভার্সিটি অব লন্ডনের আন্ডারে এলএলবি পড়ছি। আমি নিজেই আজ এখানে এসেছি। ডিবি পুলিশ আন্তরিকতার সঙ্গে বিষয়টি দেখছেন বলে আমি অনেক তথ্য পাচ্ছি। 

কান্নায় ভেঙ্গে পরে ডরিন বলেন, ডাক্তার দেখাবে বলে ভারতে যান। আজকে আমি এতিম হয়ে গেছি। যার বাবা থাকে না তার কেউ থাকে না, সে এতিম হয়ে যায়। যতই কাছের আত্মীয়, আপন মানুষ থাকুক না কেন বাবা বাবাই। বাপের মতো কেউ আপন হয় না

তিনি বলেন, আমার বাবাকে কারা হত্যা করেছে, কেন করেছে, এর সুষ্ঠু তদন্ত চাই। আমি এর শেষ দেখতে চাই, তারা কেন বাবাকে হত্যা করেছে? আমি যেন দেখতে পাই, আমার বাবার হত্যাকারীদেরকে ফাঁসির কাষ্ঠে ঝোলানো হয়েছে। 

ডরিন বলেন, আমার একটাই অনুরোধ আমার বাবার হত্যার সুষ্ঠু বিচার করুন। একটা সময় আমার বাবা ১৪টা বছর মিথ্যা মামলায় পালিয়ে থেকেছেন। তখন আমি অনেক ছোট। তখনো আমি আমার বাবাকে কাছে পাইনি। যখন একটু বুঝতে শিখি তখন আমার বাবাকে কাছে পেয়েছি। এখন আবার বাবাকে হারিয়ে ফেললাম। আমি বাবার হত্যার বিচার চাই, স্বচক্ষে দেখতে চাই কারা আমাকে এতিম করল, কেন করলো।

পরে ডিএমপি গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার বলেন, কয়েকজন আটক করা হয়েছে, তাদের অনেক তথ্য পাওয়া যাচ্ছে। এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় নিহতের মেয়ে মামলা করবেন বলেও জানায় ডিবি। 

এসময় ডিবির অতিরিক্ত কমিশনার বলেন, ভারতের পুলিশের সঙ্গে যোগাযোগ রক্ষা করে গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে

গেল ১২ মে চিকিৎসার জন্য ভারতে যান ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম। ১৬ মে রহস্যজনকভাবে নিখোঁজ হলে ১৮ মে নিখোঁজের খবর জানতে পারে পরিবার। আজ তার মৃত্যুর খবর জানায় ভারতীয় পুলিশ।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি