ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

কাল প্রায় সাড়ে তিন লাখ কোটি টাকার বাজেট নিয়ে সংসদে আসছেন অর্থমন্ত্রী

প্রকাশিত : ১১:২৬, ১ জুন ২০১৬ | আপডেট: ১১:২৬, ১ জুন ২০১৬

Ekushey Television Ltd.

কাল প্রায় সাড়ে তিন লাখ কোটি টাকার বাজেট নিয়ে সংসদে আসছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। নতুন বাজেটে প্রায় আড়াই লাখ কোটি টাকা আয় করতে চান অর্থমন্ত্রী। বাকি প্রায় এক লাখ কোটি টাকার ঘাটতির বেশিরভাগ মেটাতে চান দেশীয় ব্যাংকঋণ থেকে। দশমবারের মত বাজেট ঘোষণায় ৭ শতাংশের বেশী প্রবৃদ্ধির পাশাপাশি মূল্যস্ফীতি ৬ শতাংশের কম রাখতে দৃঢ়প্রতিজ্ঞ অর্থমন্ত্রী। গেল বছর ২ লাখ ৮ হাজার কোটি টাকা আয় করে, দেশ-বিদেশের নানা উৎস থেকে আরো ৮৬ হাজার কোটি টাকা খরচের লক্ষ্যে প্রায় ২ লাখ ৯৫ হাজার কোটি টাকার বাজেট দিয়েছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বিদায়ী বাজেট সংশোধন করে ২ লাখ ৬৪ হাজার কোটি টাকায় নামিয়ে আনলেও নতুন বাজেটে অর্থমন্ত্রীর উ্চ্চাভিলাষ খুবই বেশী। নতুন বাজেট গত বছরের মূল বাজেট থেকে ১৫% এবং সংশোধিত আকার থেকে ২৯ শতাংশ বড়। প্রতিবছরের মত বাজেট সংশোধন করে আয় ১ লাখ ৭৭ হাজার কোটি টাকায় নামালেও অর্থমন্ত্রী নতুন বাজেটে তার চেয়ে ৬৫ হাজার কোটি বেশী আয় চান। আয়-ব্যয় সমানতালে বাড়িয়ে চললেও ঘাটতির বিষয়ে সংযমী অর্থমন্ত্রী। এবার ঘাটতি হতে পারে আগের চেয়ে মাত্র ১৩ শতাংশ বেশী। নতুন বাজেটের তিনভাগের দুই ভাগই খরচ হবে অনুন্নয়ন খাতে যার সিংহভাগ প্রায় দুইলাখ কোটি টাকা যাবে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা দিতে। আর উন্নয়ন ব্যয়ের ১ লাখ ১০ হাজার ৭০০ টাকা খরচ হবে মূল এডিপির বিভিন্ন প্রকল্পে। নতুন বাজেটে এনবিআরের লক্ষ্যমাত্রা ৩০% বাড়িয়ে দুই লাখ কোটি টাকার বেশী চান অর্থমন্ত্রী। এনবিআর ছাড়া অন্যান্য কর সাত হাজার কোটি, করবহির্ভূত খাত থেকে ২৭ হাজার কোটি টাকা সংগ্রহে চোখ রাখবেন তিনি। বৈদেশিক অনুদানের আশা পাঁচ হাজার কোটি টাকায় কমিয়ে আনলেও এবারো তিনি তা আয় হিসেবেই ধরছেন। ঘাটতির ৯৭ হাজার কোটি টাকার বেশীরভাগ অর্থমন্ত্রী মেটাতে চান অভ্যন্তরিণ উৎস, বিশেষ করে ব্যাংকিং খাত থেকে। তবে দেখার বিষয়, হঠাৎ তেলের দাম ৫০ ডলার ছাড়ানোর পর ভর্তুকি কমানোর সিদ্ধান্ত শেষদিকে ঘষামাজা করেন কিনা অর্থমন্ত্রী, অথবা ব্যবসায়ীদের চাপে পন্যে ১৫ শতাংশ ভ্যাটের সিদ্ধান্ত থেকে সরে আসেন কিনা। বাজেট প্রস্তাবনায় জানা যাবে, বিনিয়োগ নিয়ে আশা-নিরাশার চিত্র, নতুন প্রনোদনার খবরও। বাজেট নিয়ে নানা প্রস্তাব-পরামর্শ-মত, অনেক অনুমান খোলাসা করবেন অর্থমন্ত্রী। নানা আলোচনা-সমালোচনার পরও শেষমূহুর্তে বাজেটে কোন চমক যোগ হলো কিনা তা স্পষ্ঠ হবে ২রা জুন। জাতীয় সংসদও প্রস্তুত বাজেট অধিবেশনের জন্য ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি