ঢাকা, মঙ্গলবার   ১৯ মার্চ ২০২৪

কুমিল্লা মুক্ত দিবসে বিজয় র‌্যালি

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১৩:০২, ৮ ডিসেম্বর ২০১৯ | আপডেট: ১৩:০৩, ৮ ডিসেম্বর ২০১৯

১৯৭১ সালের এই দিনে হানাদার মুক্ত হয়েছিল কুমিল্লা। দিবসটি উপলক্ষে প্রতিবারের ন্যায় এবারও জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে নগরীতে বিজয় র‌্যালি বের করা হয়। 

রোববার সকালে নগরীর টাউন হল মাঠে পতাকা উত্তোলনের মধ্যদিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন কুমিল্লা- ৬ (সদর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার। 

পরে বিজয় র‌্যালিটি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নগর উদ্যানস্থ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। 

এসময় সংরক্ষিত মহিলা আসনের এমপি আঞ্জুম সুলতানা সীমা, জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সফিউল আহমেদ বাবুলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। 

দিবসটি উপলক্ষে বিভিন্ন সংগঠনের উদ্যোগেও পৃথক কর্মসূচি পালন করা হয়।

এআই/ 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি