ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫

কুমিল্লায় পিটিআই’র সুপারিটেনডেন্টের বিরুদ্ধে প্রশিক্ষণার্থীকে যৌন হয়রানির অভিযোগ

প্রকাশিত : ১৩:৪৫, ১০ আগস্ট ২০১৬ | আপডেট: ১৩:৪৫, ১০ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

কুমিল্লায় প্রাইমারী টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট (পিটিআই)’র সুপারিটেনডেন্ট রাইহুল করিমের বিরুদ্ধে এক প্রশিক্ষণার্থীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। প্রশিক্ষণার্থীদের অভিযোগ, সুপারেনটেনডেন্ট পদে যোগদানের পর থেকেই নারী প্রশিক্ষণার্থীদের সাথে অশালীন আচরণ করে আসছেন রাইহুল করিম। এছাড়া এক নারী প্রশিক্ষণার্থীকে অফিসের কাজে ডেকে এনে যৌন হয়রানী করা হয়। এসব ঘটনার প্রতিবাদে ও তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিতে মঙ্গলবার বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন প্রশিক্ষণার্থীরা। পরে দুই ঘন্টা অবস্থান কর্মসূচিও পালন করেন তারা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি