কুষ্টিয়ার আলামপুরে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত
প্রকাশিত : ০৯:৩৬, ১৯ জানুয়ারি ২০১৭ | আপডেট: ০৯:৩৬, ১৯ জানুয়ারি ২০১৭
কুষ্টিয়ার আলামপুরে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে আমিরুল ইসলাম নামে এক ডাকাত নিহত হয়েছে।
ঘটনাস্থল থেকে একটি এলজি, কয়েকরাউন্ড গুলি ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। কুষ্টিয়া ডিবি পুলিশের ওসি সাব্বিরুল ইসলাম জানান, রাত ১টায় সদর উপজেলার কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের আলামপুরে সড়কে একদল ডাকাত অবস্থান করছিলো। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছলে ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে অস্ত্র ও আমিরুলের মৃতদেহ উদ্ধার করা হয়।
আরও পড়ুন