ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৪৮, ১৭ সেপ্টেম্বর ২০২০

গত কয়েকদিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে কুড়িগ্রামের সব কটি নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ধরলা নদীর পানি বিপদসীমার ৩৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় বন্যা পরিস্থিতির আরো অবনিত হয়েছে। 

কুড়িগ্রাম সদর, রাজারহাট, ফুলবাড়ী ও উলিপুর উপজেলার অর্ধশত চর প্লাবিত হয়েছে। এসব এলাকায় পানিবন্দী হয়ে পড়েছে ৪০ হাজার মানুষ। কুড়িগ্রাম সদর উপজেলার সারডোব বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙা অংশ দিয়ে পানি ঢুকে কুড়িগ্রাম সদর ও ফুলবাড়ী উপজেলার নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে।

শত শত হেক্টর আমন ক্ষেত পানিতে নিমজ্জিত হয়েছে। কোন কোন আমন ক্ষেতে ৪ থেকে ৫ ফুট পানি জমে আছে। ডুবে গেছে গ্রামীণ সড়ক।

এদিকে ধরলার ভাঙনে সদর উপজেলার সারডোব, মোঘলবাসা, পাঁচগাছি, যাত্রাপুর এবং তিস্তার ভাঙন বজরা, থেতরাই ও গুণাইগাছ এলাকায় বিলীন হচ্ছে বাড়িঘর ও আবাদী জমি।  

আরকে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি