ঢাকা, বুধবার   ০৮ মে ২০২৪

কৃষ্ণগহবরের অস্তিত্বের প্রমাণ মিলেছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৪৪, ৫ এপ্রিল ২০১৮ | আপডেট: ২৩:৫৪, ৫ এপ্রিল ২০১৮

মিল্কিওয়ে গ্যালাক্সির কেন্দ্রে একটি বড় কৃষ্ণগহ্বরকে ঘিরে আছে কমপক্ষে ১০ হাজার ছোট ছোট কৃষ্ণগহ্বর। শুধু তাই নয়, ওইসব কৃষ্ণগহ্বরের প্রত্যেকটিতে আছে আরো ৩শ থেকে ৫শ টি পর্যন্ত গ্রহ-তারকার জুটি।

সম্প্রতি জার্নাল ন্যাচারে প্রকাশিত প্রতিবেদনে উঠে আসে এমন তথ্য। মহাকর্ষীয় তরঙ্গের পরবর্তী গবেষণায় যা নতুন মাত্রা দিয়েছে বলে মনে করছেন গবেষকরা। আরো জানাচ্ছেন দুলি মল্লিক।

পৃথিবী থেকে কমপক্ষে ২৪ হাজার-আলোকবর্ষ দূরে মিল্কিওয়ে গ্যালাক্সির কেন্দ্র। সেখানেই রয়েছে স্যাগিট্যারিয়াস-এ নামে এই কৃষ্ণগহ্বর।

এতো দিন এই কৃষ্ণগহ্বরটির অস্তিত্ব ছিল শুধু ধারণাতেই। এবার তার প্রমাণ পেলো বিজ্ঞানীরা। আর এই কৃষ্ণগহ্বরকে ঘিরে রয়েছে ১০ হাজারেরও বেশি বিচ্ছিন্ন ছোট ছোট কৃষ্ণগহ্বর।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের চালর্স হ্যালি ও তার দল নাসার চন্দ্র এক্স রে টেলিস্কোপের তথ্য বিশ্লেষণ করে এসব কৃষ্ণগহ্বরের সন্ধান পান।

স্যাগিট্যারিয়াস-এ কৃষ্ণগহ্বরটি গ্যাস ও ধুলোর আভরণে ঢাকা, যাতে একদিকে লীন হয়, গ্রহ-তারকা এমনকি আলোও। অন্যদিকে এর ভেতরে সংঘর্ষে জন্ম নেয় নতুন গ্রহ-তারকা। তৈরি হয় নতুন জুটি।

গবেষণা বলছে, স্যাগিট্যারিয়াস’ কৃষ্ণগহ্বকে ঘিরে থাকা এমন জুটির সংখ্যা ৩শ থেকে ৫শ পর্যন্ত।

বিজ্ঞানীরা জানান, স্বল্প-ভরের কোন তারকা যখন কৃষ্ণগহ্বরে লীন হয়, তখন বিচ্ছুরণ ঘটে আলোর। ওই আলো ধরা পড়ে টেলিস্কোপে।

আইনস্টাইনের মহাকর্ষীয় তরঙ্গের গবেষণায় এই আবিষ্কার তাৎপর্যপূর্ণ মনে করছেন বিজ্ঞানীরা।

 

ভিডিও:


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি