শিকাগোর নাইট ক্লাবের বাইরে গুলিতে নিহত ৪, আহত ১৪
প্রকাশিত : ১১:৩৯, ৪ জুলাই ২০২৫

মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের একটি নাইট ক্লাবের বাইরে বন্দুকধারীদের গুলিতে চারজন নিহত এবং অন্তত ১৪ জন আহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার রাতে রিভার নর্থ এলাকায় অবস্থিত আর্টিস লাউঞ্জের বাইরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে আল জাজিরা।
শিকাগো পুলিশ জানায়, রাত ১১টার দিকে একটি গাড়ি থেকে ক্লাবের সামনে থাকা লোকজনকে লক্ষ্য করে গুলি চালানো হয়। নিহতদের মধ্যে দুজন নারী ও দুজন পুরুষ। আহত ১৪ জনের মধ্যে ১৩ জন নারী ও একজন পুরুষ। সবার বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
ঘটনার পরপরই হামলাকারীরা গাড়ি নিয়ে পালিয়ে যায়। এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি।
শিকাগো পুলিশের সুপারিনটেনডেন্ট ল্যারি স্নেলিং বলেন, “এটি উদ্দেশ্যমূলক হামলা, এলোমেলো গুলিবর্ষণ নয়।” তিনি হামলাকারীদের শনাক্ত করতে ফুটেজ পর্যালোচনার পাশাপাশি জনসাধারণের সহায়তা কামনা করেছেন।
স্থানীয় গণমাধ্যম জানায়, ওই রাতে র্যাপার মেলো বাকজ (আসল নাম মেলানি ডয়েল) তার নতুন অ্যালবাম প্রকাশ উপলক্ষে ক্লাবটিতে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। হামলার কারণ উদঘাটনে তদন্ত চলছে। পুলিশের নির্দেশনায় আপাতত আর্টিস লাউঞ্জ বন্ধ রাখা হয়েছে।
এসএস//
আরও পড়ুন