ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

কেকে গুলি করে জন্মদিনের অভিনব উদযাপন!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:১৪, ৫ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

নানান উপায়ে জন্মদিন উদযাপন করে থাকে মানুষ। জানা আছে হাজারটা উপায়। অন্যকে অবাক করে দিতে সেইসব উপায় ছাড়াও আরও অনেক অভিনব পদ্ধতি খুঁজে বের করে সবাই। কিন্তু জন্মদিন উদযাপনের অভিনবত্বে সবাইকে যেন ছাড়িয়ে গেল ভারতের বাগপত জেলার সারুরপুর খেরকি গ্রামের এক যুবক।

সম্প্রতি ভারতের উত্তর প্রদেশের ওই যুবকের জন্মদিন উদযাপনের ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ভাইরাল হয়ে যায়। 

কিন্তু কী এমন উদযাপন, যা নিয়ে সবার মাঝেই হইচই শুরু হয়ে গেছে? ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ওই যুবক তার বার্থডে কেকে গুলি করে জন্মদিন উদযাপন করেছেন!

সাড়া ফেলে দেয়া ওই ভিডিওর শুরুতে দেখা যায়, বন্ধুদের সঙ্গে নিয়ে জন্মদিন উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন ওই যুবক। এরইমধ্যে তার হাতে একটি পিস্তল দেখা যায়। এরপর তার বন্ধুরা একটি কেক এনে সবার সামনে রাখে।

কেকটি মাঝখানে রাখার পরই যুবকটি কেকে গুলি করেন। গুলিতে কেকটি ছিন্নভিন্ন হয়ে যাওয়ার পর তার বন্ধুরা তাকে জন্মদিনের শুভেচ্ছা জানানো শুরু করে।

এদিকে এই ভিডিও অনলাইনে ছেড়ে দেয়ার রাতারাতি আলোচিত হওয়ার পাশাপাশি দারুণ বিপাকে পড়েছেন ওই যুবক। বেআইনি অস্ত্র ব্যবহারের অভিযোগে ওই যুবককে শিগগিরই গ্রেপ্তার করার প্রতিশ্রুতি দিয়েছে বাগপত পুলিশ। সূত্র: আনন্দবাজার।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি