ঢাকা, শনিবার   ১৮ মে ২০২৪

কোটা আন্দোলন: আইসিটি আইনের মামলার প্রতিবেদন ৮ আগস্ট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৯, ৪ জুলাই ২০১৮

কোটা সংস্কার আন্দোলনের সময় উসকানিমূলক অপপ্রচারের অভিযোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার‌্য করা করা হয়েছে।

আজ বুধবার ঢাকা মহানগর হাকিম খুরশীদ আলম আগামী ৮ আগস্ট প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেন।

ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপ-কমিশনার আনিসুর রহমান গণমাধ্যমকে জানান, আজ এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় বিচারক আগামী ৮ আগস্ট  দিন ধার্য করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলন নিয়ে গত ৮ এপ্রিল বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে উসকানিমূলক অপপ্রচার চালানো হয় বলে অভিযোগ উঠে।

পরে অভিযোগের ভিত্তিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির অপচেষ্টাকারীদের মনিটরিং করে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগ ।

তদন্তের অংশ হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডি, পেজ ও গ্রুপ, ইউটিউব, টুইটার, অনলাইন নিউজ পোর্টাল, ব্লগ, ওয়েবসাইটসহ বিভিন্ন প্রচার মাধ্যম মনিটরিং করা হয়।

পরে ১১ এপ্রিল মনিটরিং শেষে কাউন্টার টেররিজমের পুলিশ পরিদর্শক এস এম শাহজালাল রাজধানীর রমনা মডেল থানায় মামলা করেন।

মামলা করা হয় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইন ২০০৬ (সংশোধিত) ২০১৩-এর ৫৭(২)/৬৬ ধারা অনুসারে।

 

এমএইচ/ এআর


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি