ঢাকা, মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪

কোভিড: টানা ৩ দিন মৃত্যুহীন বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৫, ৯ নভেম্বর ২০২২

দেশে গত একদিনে আরও ৬২ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে; টানা তৃতীয় দিনের মত করোনভাইরাসে কারও মৃত্যুর খবর আসেনি।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৭৪০ জনের নমুনা পরীক্ষা করে এই নতুন রোগীদের শনাক্ত করা হয়।

তাতে শনাক্তের হার সামান্য কমে ১ দশমিক ৬৬ শতাংশ হয়েছে। আগের দিন শনাক্তের হার ছিল ১ দশমিক ৭২ শতাংশ।

নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৫ হাজার ৯৯২ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা আগের মতই ২৯ হাজার ৪২৬ জনে রয়েছে।

গত ২৪ ঘণ্টায় ১৩৩ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৮৩ হাজার ১৩২ জন।

নতুন শনাক্ত রোগীদের মধ্যে ৫১ জনই ঢাকা বিভাগের বাসিন্দা। দেশের ৫৭টি জেলায় কোনো রোগী শনাক্ত হয়নি গত এক দিনে।

উল্লেখ্য, বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর।

এমএম/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি