ঢাকা, বুধবার   ১৪ জানুয়ারি ২০২৬

ক্যানসার আক্রান্ত শিশুর পাসপোর্ট ফেরত চেয়ে মায়ের রিট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৪, ১৪ জানুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

ক্যানসারে আক্রান্ত সাত বছর বয়সী শিশু মোয়াজের পাসপোর্ট বাবার কাছ থেকে ফেরত পেতে হাইকোর্টে রিট করেছেন তার মা রোকাইয়া তাহসিনা।

বুধবার (১৪ জানুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটটির শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত এ বিষয়ে আগামীকাল বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) আদেশ দেবেন বলে জানান।

আদালত সূত্রে জানা যায়, গত ১১ই জানুয়ারী ক্যানসার আক্রান্ত ৭ বছরের শিশু মোয়াজের পাসপোর্ট ফিরে পেতে বাবার কাছে আবেদন করেন মা রোকাইয়া তাহসিনা। আবেদনে শিশুটির বাবার সাড়া না পেয়ে সন্তানের পাসপোর্ট ফিরে পেতে উচ্চ আদালতে রিট করেন মা। বিষয়টি আদালতে ওঠার পর শুনানি শেষে ক্যানসারে আক্রান্ত সন্তানকে বিদেশে নিতে বাবা ও মাকে একসঙ্গে বসে প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করার মৌখিক নির্দেশ দেন আদালত। উভয় পক্ষের সম্মতিক্রমে সংশ্লিষ্ট সব কাগজপত্র হাইকোর্টে দাখিলের নির্দেশও দেওয়া হয়।

শিশুটির মা রোকাইয়া তাহসিনা জানান, তার সঙ্গে মোয়াজের বাবার বিবাহবিচ্ছেদ হয়েছে। তবে তাদের একমাত্র সন্তান মোয়াজ বর্তমানে ক্যানসার আক্রান্ত হয়ে চতুর্থ ধাপে রয়েছে।

তিনি অভিযোগ করেন, সন্তানের পাসপোর্ট বাবার কাছে আটকে থাকায় উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়া সম্ভব হচ্ছে না। 

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি