ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

ক্যান্সার আক্রান্ত মায়ের সুস্থ শিশু প্রসবের বিরল নজির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৩, ৩০ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

মা ক্যান্সারে আক্রন্ত। গর্ভের মধ্যে থাকা শিশুর শরীরেও রয়েছে ক্যানসারের জিন। বেঙ্গালুরুর গর্ভবতী মা স্বয়ম প্রভা আধুনিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে নিজের সন্তানদের জন্মমুহূর্ত থেকেই ক্যানসার জিন মুক্ত করতে চেয়েছিলেন। অবশেষে তার ইচ্ছার-ই প্রতিফলন ঘটলো। ‘জিন এডিটিং’-এর সাহায্যে মুম্বাইয়ের হাসপাতালে সুস্থ শিশুর জন্ম দিয়ে বিরল নজির স্থাপন করলেন তিনি। তবে এ ক্ষেত্রে সব কৃতীত্ব দিতে হয় স্বয়মকে।

স্বয়ম প্রভার মা, দুই মাসি এবং এক মামা ক্যানসারে আক্রান্ত। ক্যানসারে মৃত্যু হয়েছে তাঁর দুই মাসিরই। আট বছর আগে স্বয়ম প্রভা জানতে পারেন যে ক্যানসার সৃষ্টিকারী বিআর সিএ-১ মিউটেশন রয়েছে তাঁরও। স্বামী দেবাশিস পাণিগ্রাহীর সঙ্গে আলোচনা করে তিনি মুম্বইয়ের যশলোক হাসপাতালে ভর্তি হন। এই প্রসঙ্গে আমেরিকার হেনরিফোর্ড বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের চিকিৎসক পারিজাত সেন আনন্দবাজারকে বলেন, সাধারণত মায়ের থেকে সন্তানের শরীরে এই ক্যান্সার জিন আসে। কিন্তু প্রি-ইমপ্ল্যানটেশন জেনেটিক পদ্ধতি ব্যবহার করায় এক্ষেত্রে ওই মহিলার সন্তান ক্যানসার জিন মুক্ত।

আমেরিকার অ্যাবভিয়ে ফার্মাসিউটিক্যালস রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের গবেষক কৌশাম্বী রায় সরকার বলেন, ‘‘প্রথমে হরমোনাল স্টিমুলেশনের মাধ্যমে অনেকগুলি এগ তৈরি করা হয়। তারপর একটি শুক্রাণুকে (স্পার্ম সেল) পরিণত এগগুলির সাইটোপ্লাজমে ইনজেকশনের মাধ্যমে স্থানান্তরিত করা হয়। ইনকিউবেশনের পর ব্লাস্টোসিস্ট দশায় ভ্রূণের বায়োপ্সি করা হয়। এরপরই জেনেটিক অ্যানালিসিস করে জানা যায়, কোন ভ্রুণে মিউটেশন রয়েছে। এরপর যেগুলিতে বিআরসিএ মিউটেশন নেই, সেই ভ্রূণগুলিই স্থানান্তরিত করা হয় স্বয়ম প্রভার দেহে।

বছর কয়েক আগে হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির দেহে বিআরসিএ ওয়ান এবং বিআরসিএ টু মিউটেশন ধরা পড়েছিল। যার ফলে তাঁর ক্যানসার হওয়ার সম্ভাবনা বেশি বলে জানান চিকিৎসকরা। এর পর নিজের স্তন ও ডিম্বাশয় অস্ত্রোপচার করে বাদ দিয়ে দেন এই অভিনেত্রী। কিন্তু স্বয়ম প্রভার ক্ষেত্রে কোনওরকম রিমুভাল সার্জারির প্রয়োজন হয়নি। তাঁর ক্ষেত্রে একটাই মিউটেশন ছিল, তাই প্রি-ইমপ্ল্যানটেশন জেনেটিক পদ্ধতির মাধ্যমে ছয়টি ভ্রূণকে আইভিএফ পদ্ধতির জন্যে বেছে নেওয়া হয়। এভাবেই দুই সদ্যোজাতকে ক্যানসার কোষ মুক্ত করে সুস্থ ভাবে জন্ম দিয়েছেন স্বয়ম প্রভা।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি