ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

ক্যান্সার রোগের নিরাময় যন্ত্র রেডিওথেরাপি মেশিন দীর্ঘদিন ধরে বিকল

প্রকাশিত : ১৮:২১, ৩১ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৮:২১, ৩১ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাাতালে দীর্ঘদিন ধরে বিকল হয়ে পড়ে আছে মরণঘ্যাতি ক্যান্সার রোগের নিরাময় যন্ত্র রেডিওথেরাপি মেশিন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন বৃহত্তর চট্টগ্রামের হাজার হাজার রোগী। গুরুত্বপুর্ণ এই যন্ত্র আদৌ সচল হবে কিনা এ ব্যাপারে আশার কথা শোনাতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। সীতাকুন্ডের অধিবাসী নূর মোহাম্মদ। তিন বছর আগে প্রথম জানতে পারেন নিজের শরীরে ক্যান্সারের জীবানু বয়ে চলেছেন তিনি। স্বল্প বেতনে কাজ করতেন নগরীর একটি শীপইয়ার্ডে, ছয়মাস আগে সে চাকরিও ছেড়েছেন শারীরিক অক্ষমতার কারণে। আর গত তিন বছর ধরে ক্যান্সারের চিকিৎসা নিতে স্বামীকে নিয়ে ঢাকা-চট্টগ্রাম যাওয়া আসা করতে করতে এখন নিঃস্ব প্রায় স্ত্রী লায়লা বেগম। বলছিলেন, মেডিকেলের মেশিনটি নষ্ট থাকায় অনেকদিন ধরে স্বামীকে রেডিওথেরাপি দিতে পারছেন না। বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের কয়েক কোটি মানুষের জন্য হাসপাতালে থাকা একমাত্র রেডিওথেরাপি যন্ত্রটি গত বছরের সেপ্টেম্বর থেকে অকেজো। এজন্যে সীমাহীন দূর্ভোগে পড়েছেন ক্যান্সার আক্রান্ত রোগীরা। রেডিওথেরাপি বিভাগের তথ্য অনুযায়ী, বছরে প্রায় ২০ হাজার ক্যান্সার আক্রান্ত রোগীকে চিকিৎসা দেয়া হয় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে। কিন্তু দিন দিন এ সংখ্যা আশংকাজনকহারে বাড়ছে বলে জানান বিশেষজ্ঞরা। এ অবস্থায় জরুরি ভিত্তিতে নতুন রেডিওথেরাপি যন্ত্র আনা জরুরী মনে করছেন হাসপাতালের কর্তা ব্যাক্তিরাও। হাসপাতাল সূত্রে জানা যায়, প্রতিদিন গড়ে ৯০ জন ক্যান্সারে আক্রান্ত ব্যক্তি বহির্বিভাগে চিকিৎসা নিতে আসে। আর অন্তর্বিভাগে ভর্তি থাকে আরো ২৪ জন। তাদের মধ্যে অর্ধেকের বেশি রোগীর রেডিওথেরাপি দেয়া দরকার বলে জানান বিশেষজ্ঞরা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি