ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

ক্রোয়েশীয়ান সাবেক ফুটবল ডিফেন্ডার রবার্ট কোভাকের জন্মদিন আজ

প্রকাশিত : ১৭:২৪, ৬ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৭:২৪, ৬ এপ্রিল ২০১৬

রবার্ট কোভাক। ক্রোয়েশীয়ান সাবেক ফুটবল ডিফেন্ডার। আর বর্তমানে ক্রোয়েশীয়ান জাতীয় দলে সহকারী কোচ হিসেবে দায়িত্বপালন করছেন তিনি। রবার্ট কোভাকের জন্ম ওয়েস্ট বার্লিনে। দর্শক আজ রবার্ট কোভাকের ৪২তম জন্ম দিনে জেনে নেই তাঁর ক্যারিয়ারের উল্লেখযোগ্য কিছু দিক। দর্শক ও সহকমীদের কাছে কোভাক নামেই বেশি খ্যাতি পেয়েছেন এই ডিফেন্ডিং ফুটবল তারকা। ১৯৮০ সালে রেপিড ওয়েডিং ক্লাবের হয়ে প্রথম খেলা শুরু করেন তিনি। এই ক্লাবে ৬ মৌসুম খেলে চলে যান হার্থা জে-হেলেনড্রফ ক্লাবে। এই ক্লাবের জার্সি গায়ে খেলেন ১৯৯১ সাল পর্যন্ত। ১৯৯১ সালে নতুন করে হার্থা জে-হেলেনড্রফ ক্লাবের হয়ে শুরু করেন বয়সভিত্তিক ক্যারিয়ার। হার্থার হয়ে ৪ মৌসুমে ম্যাচ খেলেছেন ১১২টি ম্যাচ। ১৯৯৫ সালে এক মৌসুমের জন্য খেলেন নার্নবার্গ ক্লাবে। এরপর যোগদেন লেভারকুসেন ক্লাবে। এই ক্লাবের হয়ে খেলেন ক্যারিয়ারের সবচেয়ে বেশি ম্যাচ। ২০০১ সালে বেশি পারিশ্রমিকে চুক্তিবদ্ধ হন বায়ার্ন মিউনিখের সাথে। এই ক্লাবে খেলেছেন ২০০৫ সাল পর্যন্ত। ক্যারিয়ারে ভালো খেলায় ডাক পেয়েছেন অনেক ক্লাব থেকেই। বায়ার্ন মিউনিখের পর খেলেছেন জুভেন্টাস, বরুশিয়া ডর্টমুন্ড ও ডিয়ামো জাগ্রেব ক্লাবে। আর ২০১০ সালে ডিয়ামো জাগ্রেব দলের হয়েই অবসরে যান তিনি। ক্লাবের পর্যায়ের পাশাপাশি জাতীয় দলের জার্সিতেও আলো ছড়ান কোভাক। ১৯৯৯ থেকে ২০০৯ সাল পর্যন্ত খেলেন ক্রোয়েশীয়ান জাতীয় দলে। অবসরের পর ২০১৩ সালে ক্রোয়েশীয়ান অনুর্ধ্ব-২১ দলের দায়িত্ব কাধে তুলে নেন সহকারি কোচ হিসেবে। আর ২০১৩ সাল থেকে সহকারী কোচ হয়ে কাজ করছেন ক্রোয়েশীয়ান জাতীয় দলে।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি