ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

কয়েক ঘণ্টা পর শপথ নিতে যাচ্ছেন ট্রাম্প

প্রকাশিত : ১৪:৩৩, ২০ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৪:৩৩, ২০ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

আর মাত্র কয়েক ঘণ্টা পর মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। নতুন প্রেসিডেন্টের অভিষেকে ক্যাপিটল হিলে রয়েছে দিনব্যাপী অনুষ্ঠান। শীর্ষ ব্যবসায়ী থেকে বিশ্বের ক্ষমতাধর ব্যক্তিতে পরিণত হওয়া ট্রাম্পের শপথ অনুষ্ঠান দেখার অপেক্ষায় বিশ্বের কোটি জনতা। ধনকুবের ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প। বিশ্বকে অবাক করে দিয়ে ৯ নভেম্বর এভাবেই বিজয়ীর মঞ্চে ওঠেন। নির্বাচনী সব জরিপ আর গণমাধ্যমের পূর্বাভাস পাল্টে দেন রাজনৈতিক অভিজ্ঞতাহীন  ট্রাম্প। দুই বছরের মধ্যে শীর্ষ ব্যবসায়ী থেকে বিশ্বের ক্ষমতাধর ব্যক্তি হওয়ার পথে বহু বিতর্কের জন্ম দিয়েছেন ট্রাম্প। নির্বাচনী মাঠে নেমে প্রতিদ্বন্দ্বি হিলারি ক্লিনটন সম্পর্কে মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়েছেন, নিজেও হয়েছেন বিতর্কিত। ট্রাম্পের বেফাঁস মন্তব্য থেকে বাদ যাননি ওবামা, অ্যাঞ্জেলা মার্কেল থেকে শুরু করে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইও। জয়ের পরদিনই দেশব্যাপী বিক্ষোভের মুখে পড়েন ট্রাম্প। মার্কিন ইতিহাসে যার নজির কোনোদিনই ছিলো না। জয়ের পর হিলারির ই-মেইল ফাঁস ইস্যুতে রাশিয়ার পক্ষেই ছিলেন ট্রাম্প। রাশিয়া ও চিন সম্পর্কে তাঁর মন্তব্য সম্পর্কোন্নয়নেরই আভাস। যা বিশ্ব রাজনীতি বদলে যাওয়াই ইঙ্গিত। বিতর্কিত, মুসলিম বিদ্বেষী, যুদ্ধপ্রিয় ব্যাক্তিদের মন্ত্রিসভার জন্য বেছে নিয়ে এখনো সমালোচনার কেন্দ্রে ট্রাম্প। তবে নির্বাচনের আগে বর্ণবাদী ও অভিবাসী বিরোধী অবস্থানে থাকলেও তার সম্ভাব্য মন্ত্রিসভায় স্থান পেতে পারেন কৃষ্ণাঙ্গ ও অভিবাসীরা। সব কিছু ছাপিয়ে আর কয়েক ঘণ্টা পরই বিশ্বের সবচে ক্ষমতাধর দেশের প্রেসিডেন্টের দায়িত্ব নিচ্ছেন ট্রাম্প। আব্রাহাম লিংকন যে বাইবেল ছুঁয়ে শপথ নিয়েছিলেন তাতে হাত রেখেই  লাখো মানুষের সামনে শপথ নিয়ে চার বছরের জন্য হোয়াইট হাউজের যাচ্ছেন তিনি। নতুন মার্কিন প্রেসিডেন্টের প্রথম ভাষণে কি বারতা থাকে, সে অপেক্ষায় বিশ্ববাসী ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি