ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

খালাস পেলেন খন্দকার মোশাররফ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৮, ১ ডিসেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

অবৈধ সম্পদ অর্জনে দুর্নীতি দমন কমিশনের আরেক মামলায় বেকসুর খালাস পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। 

রোববার (১ ডিসেম্বর) ঢাকার ৮ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. মঞ্জুরুল হোসেন খালাসের এ রায় দেন। এ সময় ড. খন্দকার মোশাররফ হোসেন আদালতে উপস্থিত ছিলেন। 

এর আগে গত ২৭ নভেম্বর কয়লাখনি দুর্নীতির মামলায় ও ২৮ নভেম্বর অর্থ আত্মসাতের একটি মামলায় খালাস পান তিনি।

মামলার সূত্রে জানা যায়, ২০০৮ সালের ১০ জানুয়ারি রমনা থানায় জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে মামলাটি করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় খন্দকার মোশাররফের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত ১২ কোটি টাকা ও প্রায় ৩ কোটি টাকার তথ্য গোপনের অভিযোগ আনা হয়। 

ওই বছরের ১৭ সেপ্টেম্বর এ মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়।

এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি