ঢাকা, রবিবার   ০৫ মে ২০২৪

খালেদা জিয়াকে জোর করে কারাগারে নেওয়া হয়েছে: রিজভী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৩, ৮ নভেম্বর ২০১৮ | আপডেট: ১৩:১৫, ৮ নভেম্বর ২০১৮

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা শেষ না হলেও তাকে জোর করে কারাগারে পাঠানো হয়েছে বলে দাবি করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

রিজভী বলেন, খালেদা জিয়ার জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। তার চিকিৎসার জন্য আদালতের নির্দেশনা ও মেডিকেল বোর্ডের সুপারিশ লংঘন করে সরকার দেশনেত্রীকে ফের কারাগারে পাঠিয়েছে। এটা একটা ভয়ঙ্কর নীল নকশা বলে মনে করেন তিনি।

বিএনপি নেতা বলেন, খালেদা জিয়ার চিকিৎসা শুরুই হয়নি। কেবল পরীক্ষা-নিরীক্ষা চলছে। আর সেই মূহুর্তে তাকে কারাগারে প্রেরণ করা হলো। এটি শুধু মনুষ্যত্বহীন কাজই নয়, এটি সরকারের ভয়ংকর চক্রান্ত।

সংবাদ সম্মেলনে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ-দফতর সম্পাদক মুনীর হোসেন, নির্বাহী সদস্য শাহ মো. আবু জাফর প্রমুখ উপস্থিত ছিলেন।

একে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি