ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

খালেদার কোন শর্ত কাজে আসবে না : হাছান মাহমুদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৮, ৪ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

খালেদা জিয়া আগামী নির্বাচন নিয়ে যে শর্ত দিয়েছে তাদের দেওয়া কোন শর্ত কাজে আসবে না বলে মন্তব্য করছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি। রোববার জাতীয় প্রেসক্লাবে সুরঞ্জিত সেন গুপ্তের ১ম প্রয়ান দিবস ও চলমান রাজনীতি শীর্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, আগামী নির্বাচন সংবিধানের একচুল বাহিরে হবে না। এতে বিএনপি নির্বাচনে আসুক আর না আসুক।

তিনি বিএনপির সমালোচনা করে বলেন, যারা পাঁচ তারকা হোটেলে মিটিং করে তারা জনগণের দল হতে পারে না। বাংলাদেশে কোন রাজনৈতিক দল পাঁচ তারকা হোটেলে মিটিং করে এটি আমরা কল্পনাও করতে পারি না। সুতরাং যারা রাজনৈতিক দলের সভা পাঁচ তারকা হোটেলে করে এরা জনগণের প্রতিনিধিত্ব করে না, এরা জনগণের দল নয়।

আগামী নির্বাচনে সংবিধান অনুযায়ী শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকবেন এবং বর্তমান সরকারই নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবে।

আলোচনা সভার সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা চিত্র রঞ্জন দাস। আরও বক্তব্য রাখেন- খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি