ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪

এজলাস ছাড়লেন বিচারক

খালেদার দুর্নীতি মামলার যুক্তিতর্কে হট্টগোল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২২, ৩১ জানুয়ারি ২০১৮

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার যুক্তিতর্কের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ টেনে আনা নিয়ে দুই পক্ষের আইনজীবীদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়েছে। এ সময় উভয়পক্ষের আইনজীবীদের বিতর্ক থামাতে না পেরে একপর্যায়ে এজলাস ছেড়ে চলে যান বিচারক।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার যুক্তিতর্ক উপস্থাপনের সময় এ পরিস্থিতির সৃষ্টি হয়।

আজ ছিল এ মামলার যুক্তিতর্ক উপস্থাপনের দ্বিতীয় দিন। শুরুতেই আসামিপক্ষের আইনজীবী আমিনুল ইসলাম বক্তব্য উপস্থাপন শুরু করলে এর মধ্যেই বক্তব্য দিতে শুরু করেন দুর্নীতি দমন কমিশনের আইনজীবী মোশাররফ হোসেন কাজল। উভয়পক্ষ বিতণ্ডায় জড়ালে বেলা ১১টা ৫৫ মিনিটের বিচারক ড. আক্তারুজামান এজলাস ছেড়ে চলে যান।

শুনানির শুরুতে আইনজীবী আমিনুল ইসলাম বলেন, ‘দুদকের পিপি বললেন, খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে ব্যক্তিগতভাবে কাজ করতে পারেন না। অথচ গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটে গিয়ে আলিয়া মাদ্রাসা মাঠে বক্তব্য দিচ্ছেন। তা তিনি প্রধানমন্ত্রী হিসেবে করছেন, নাকি ব্যক্তিগত কাজ?’ এ সময় মোশাররফ হোসেন কাজল প্রতিবাদ শুরু করলে উভয়পক্ষের আইনজীবীরা এসে পরস্পরের মধ্যে বাকবিতণ্ডায় জড়িয়ে পরেন।

পরে দুপুর ১২টা ১০ মিনিটে ফের এজলাসে ফিরে জুনিয়র আইনজীবীদের কথা না বলার জন্য পরামর্শ দেন বিচারক। এরপর আবার শুনানি শুরু হয়।

মামলার নথি থেকে জানা যায়, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়াসহ চারজনের নামে দুর্নীতি দমন কমিশন (দুদক) ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় একটি মামলা দায়ের করে।

একে// এআর


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি