ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

সিদ্ধান্ত আপিল বিভাগে

খালেদার প্রার্থীতা নিয়ে হাইকোর্টের বিভক্ত আদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৬, ১১ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১২:৫০, ১১ ডিসেম্বর ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দণ্ডিত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রার্থিতা বাতিলের নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা রিট আবেদনে দ্বিধাবিভক্ত আদেশ দিয়েছেন হাইকোর্ট।
একজন বিচারপতি খালেদা জিয়ার মনোনয়ন বৈধ বলে আদেশ দিলেও বেঞ্চের অপর বিচারপতি রিট আবেদনটি খারিজ করে দিয়েছেন।
মঙ্গলবার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ খালেদা জিয়ার মনোনয়ন বৈধ বলে আদেশ দেন। তবে কনিষ্ঠ বিচারপতি ইকবাল কবির রিট আবেদন খারিজ করে দেন।
নিয়ম অনুযায়ী এখন রিট আবেদনটি প্রধান বিচারপতির কাছে যাবে। প্রধান বিচারপতি শুনানির জন্য একক বেঞ্চ গঠন করে দেবেন।
এর আগে গতকাল খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের ওপর শুনানি শেষে আদেশের জন্য এ দিন নির্ধারণ করেন হাইকোর্ট।
এসএ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি