ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

খালেদার বড় পুকুরিয়া দুর্নীতি মামলার চার্জ শুনানি ২৬ জুন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৪, ২৬ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

আগামী ২৬ জুন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলার চার্জ শুনানির দিন ধার্য করেছে আদালত। ঢাকার ২য় বিশেষ জজ আদালতের বিচারক হোসনে আরা বেগম আসামিপক্ষের আবেদনের প্রেক্ষিতে নতুন এ দিন ধার্য করেন।

২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে  রাজধানীর শাহবাগ থানায় মামলা দায়ের করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মো. সামছুল আলম।

মামলার চার্জশিটভুক্ত আসামির সংখ্যা ১৩ জন। এর মধ্যে মানবতাবিরোধী অপরাধের রায়ে জামায়াত নেতা মাওলানা মতিউর রহমান নিজামী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকর হয়েছে। মামলার আরেক আসামি সাবেক কৃষিমন্ত্রী এম কে আনোয়ার মারা গেছেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ছাড়াও মামলার অন্য আসামিরা হলেন,, সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ড. খন্দকার মোশারফ হোসেন, সাবেক তথ্যমন্ত্রী এম শামসুল ইসলাম, মো. সিরাজুল ইসলাম চৌধুরী, সাবেক বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব) আলতাফ হোসেন চৌধুরী, হোসাফ গ্রুপের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, সাবেক জ্বালানি ও খনিজ সম্পদ সচিব নজরুল ইসলাম, পেট্রোবাংলার সাবেক পরিচালক ‍মুঈনুল আহসান, সাবেক জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এ কে এম মোশারফ হোসেন এবং সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার মো. আমিনুল হক।

 

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি