ঢাকা, বৃহস্পতিবার   ১৬ মে ২০২৪

বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা

খালেদার রিটের শুনানি মঙ্গলবার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০১, ১০ সেপ্টেম্বর ২০১৮

দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেশের বিশেষায়িত যেকোনও হাসপাতালে চিকিৎসার নির্দেশনা চেয়ে করা রিটের বিষয়ে ‘নট টু ডে আদেশ দিয়েছেন হাইকোর্ট। ফলে এ নিয়ে আগামীকাল মঙ্গলবার শুনানি হবে বলে জানিয়েছেন তার আইনজীবীরা।

খালেদা জিয়ার আইনজীবীদের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানিতে ছিলেন এ জে মোহাম্মদ আলী। সঙ্গে ছিলেন ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান।

এর আগে শুনানির জন্য খালেদা জিয়ার আবেদনটি হাইকোর্টের কার্য তালিকায় ৬৫ নম্বরে রাখা হয়েছিল। তবে শুনানির প্রস্তুতির জন্য আরও সময় প্রয়োজন উল্লেখ করে সোমবার হাইকোর্টের কাছে সময় আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবী এ জে মোহাম্মদ আলী। এরপর আদালত সময় আবেদনটি মঞ্জুর করে ‘নট টু ডে’ আদেশ দেন।

দেশের বিশেষায়িত যেকোনও হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসা চেয়ে হাইকোর্টের রিট আবেদন জানায় তার আইনজীবীরা।

এসএ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি