ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

অরফানেজ ট্রাস্ট মামলা

খালেদার রিভিউ পিটিশনের শুনানি আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:০১, ৯ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার সাজার রায়ের বিরুদ্ধে করা আপিল ৩১ জুলাইয়ের মধ্যে নিষ্পত্তির নির্দেশনা পুনর্বিবেচনা চেয়ে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার করা রিভিউ পিটিশনের ওপর আজ সোমবার শুনানি হবে। প্রধান বিচারপতি  সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ এ শুনানি গ্রহণ করবেন।
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে দেয়া জামিন বহালের রায়ে ৩১ জুলাইয়ের মধ্যে আপিল নিষ্পত্তি করতে হাইকোর্টকে নির্দেশনা দেয়া হয়। আপিল বিভাগের এ রায় পুনর্বিবেচনা চেয়ে রিভিউ পিটিশন করেন খালেদা জিয়া।

এদিকে অরফানেজ ট্রাস্ট মামলার সাজা বাতিল চেয়ে খালেদা জিয়ার করা আপিলের ওপর আজ শুনানির জন্য দিন ধার্য রেখেছে হাইকোর্ট। বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল এ আদেশ দেন।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি