ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

খিলক্ষেতে ডিবি’র সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ছিনতাইকারী নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৭, ৬ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

রাজধানীর খিলক্ষেতে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ছিনতাইকারী নিহত হয়েছে। প্রাথমিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। খিলক্ষেত থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

রোববার দিনগত রাত আনুমানিক ১টার দিকে খিলক্ষেতের কুড়াতলি এলাকায় এই ঘটনা ঘটে।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন বলেন, ‘রাতে ছিনতাইকারী চক্রের দুই সদস্য ছিনতাইয়ের প্রস্তুতিকালে পুলিশের ব্যারিকেডের সামনে পড়ে। তাদের থামতে বলা হলে তারা পালানোর চেষ্টা করে এবং ছিনতাইকারী ও গোয়েন্দা পুলিশের মধ্যে বন্দুকযুদ্ধ হয়। এতে দুই ছিনতাইকারী নিহত হয়। তবে প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচায় জানা যায়নি।’

ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি