ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

খিলক্ষেতে ‘বন্দুকযুদ্ধে’ দুই ছিনতাইকারী নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৪, ৩০ জানুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

রাজধানীর খিলক্ষেত এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন ছিনতাইকারী নিহত হয়েছেন। নিহত দুজনের নাম নাজমুল ও শাহীন। তাদের বিরুদ্ধে হাতিরঝিল, খিলক্ষেত ও ভাটারা থানায় মোট চারটি মামলা রয়েছে।

জানা গেছে, আজ বৃহস্পতিবার ভোরে খিলক্ষেত থানার ডুমনি কালি মন্দির আহবপাড়া তিনশ ফুট রাস্তা এবং দক্ষিণ পাশে সার্ভিস রোডের মাঝখানে ফাঁকা জায়গায় হাতিরঝিল থানার পুলিশের সঙ্গে ‘ছিনতাইকারীদের’ গোলাগুলির ঘটনা ঘটে। এতে দুইজন নিহত হয়েছেন।

নিহত দুইব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান জোনের উপ-কমিশনার (ডিসি) সুদীপ কুমার চক্রবর্তী গণমাধ্যমকে বলেন, ‘খিলক্ষেতের পিংক সিটির কাছে একটা এনকাউন্টারের ঘটনা ঘটেছে। ওই ঘটনা-ই দুজনের মৃত্যু হয়। তবে আমরা বিস্তারিত জানার চেষ্টা করছি।’

এদিকে খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) সাদিকুর রহমান জানান, সকালে সংবাদ পেয়ে কুর্মিটোলা হাসপাতাল থেকে দুইটি মৃতদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে সুরতাহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি