ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

খিলগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৫১, ২ জানুয়ারি ২০২০ | আপডেট: ০০:৪৭, ৩ জানুয়ারি ২০২০

ফাইল ছবি

ফাইল ছবি

Ekushey Television Ltd.

রাজধানীর খিলগাঁওয়ের রেল ক্রসিংয়ে শাহজাহানপুর থেকে কমলাপুর যাওয়ার পথে একটি ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। এতে কিছুক্ষণ যান চলাচলের বিঘ্ন ঘটে।

কমলাপুর রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মীর্জা মোহাম্মদ মুক্তা  বলেন, রাত ১১টার দি‌কে এক‌টি শান্টিং ই‌ঞ্জিন ওয়ার্কশপ থে‌কে বের হ‌য়ে খিলগাঁও রেল‌গেট থে‌কে ঘু‌রে কমলাপু‌রের দি‌কে আস‌তেই লাইনচ্যুত হয়ে পড়ে। কিছুক্ষণ ওই লাইনে রেল চলাচল বন্ধ থাকলেও দ্রুত ইঞ্জিনটি সরিয়ে নেয়া হয়। 
তিনি বলেন, এতে অন্য লাইনে ট্রেন চলাচল অসু‌বিধা হয়‌নি। এখন সব ট্রেন চলাচল স্বাভা‌বিক রয়েছে। এ ঘটনায় তেমন কোনও ক্ষয়ক্ষতি হয়নি। তবে লাইন ঘেঁষে থাকা কয়েকটা রিকশা-ভ্যান ক্ষতিগ্রস্ত হয়েছে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি