ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

খুনের মামলায় কারাগারে দুলু

প্রকাশিত : ১৪:৫৬, ১২ ফেব্রুয়ারি ২০১৯

নাটোরে জোড়া খুনের মামলায় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার দুপুরে কড়া নিরাপত্তায় বিএনপি নেতা দুলুকে নাটোরের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মামুনুর রশিদের আদালতে হাজির করা হয়। পরে নাটোর শহরের তেবাড়িয়া এলাকার একটি জোড়া খুনের মামলায় গ্রেপ্তারের আবেদন জানায় পুলিশ।
এ সময় দুলুর আইনজীবীরা তার জামিনের আবেদন জানান। শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে দুলুকে গ্রেপ্তারের আদেশ দিয়ে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। ২০১৫ সালের ১ জানুয়ারি গণতন্ত্রের বিজয় শোভাযাত্রার সময় নাটোর শহরের তেবাড়িয়া এলাকায় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এতে ওই এলাকার রাকিব ও রায়হান নামের দুই যুবক নিহত হন।
ওই ঘটনায় নিহত রাকিবের ভাই আনজুল বাদী হয়ে অজ্ঞাত সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা করেছিলেন। গত বছরের ১২ ডিসেম্বর বিএনপি নেতা দুলুকে ঢাকা থেকে আটক করেছিল পুলিশ।
এসএ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি