ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

খুলনায় বিদ্যুতের লাইন মাটির নিচ দিয়ে নেয়ার সিদ্ধান্ত

প্রকাশিত : ১৩:০৫, ২৮ মে ২০১৬ | আপডেট: ১৩:০৫, ২৮ মে ২০১৬

Ekushey Television Ltd.

খুলনা নগরীতে বিদ্যুতের লাইন মাটির নিচ দিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি খুলনা। চলছে প্রাথমিক যাচাইয়ের কাজ। সংশ্লিষ্টরা বলছেন, এ ব্যবস্থায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে। নগরবাসীও মনে করেন, কমবে বিদ্যুতের তার ছিঁড়ে দুর্ঘটনার ঝুঁকি; দ্রুত প্রকল্প শুরুর দাবী তাদের। জট পাকানো বিদ্যুতের তারের এমন ছবি, খুলনা নগরীর বিভিন্ন জায়গার। ঝড়ে ওভারহেড লাইন ছিঁড়ে বিদ্যুৎ সরবরাহে বিঘœ তো ঘটেই, প্রায়ই হয় দুর্ঘটনার কারণও। সমস্যা নিরসনে রাজধানী ও বড় শহরগুলোর মতো খুলনার বিদ্যুৎ সরবারাহ লাইন ভুগর্ভে নেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। উদ্যোগকে স্বাগত জানিয়েছে নগরবাসীও। বলছেন, বিদ্যুতের তার মাটির নিচ দিয়ে নেয়া গেলে ঝুঁকি কমে যাবে, রক্ষা হবে সৌন্দর্য্যও। কর্তৃপক্ষ বলছে, এ ব্যবস্থায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা যাবে। আর এর সম্ভাব্যতা যাচাইয়ের জন্য শিগগিরই চীনা কোম্পানির সঙ্গে চুক্তি হওয়ার কথা রয়েছে। প্রকল্পটির মধ্য দিয়ে উন্নত শহরগুলোর মতো খুলনা নগরীতেও নিরাপদ বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা চালু হোক-এমনটিই প্রত্যাশা বাসিন্দাদের।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি