খেলোয়াড়দের ইনজুরি আর ভাল ব্যাটিং না হওয়ায় টেস্টে হারতে হয়েছে: তামিম
প্রকাশিত : ১৭:৫৬, ১৬ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৭:৫৬, ১৬ জানুয়ারি ২০১৭
একাধিক খেলোয়াড়ের ইনজুরি আর দ্বিতীয় ইনিংসে ভাল ব্যাটিং না হওয়ায় ওয়েলিংট টেস্টে হারতে হয়েছে বলে জানিয়েছেন তামিম ইকবালের। ম্যাচ শেষে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তামিম। এদিকে, নিউজিল্যান্ড দলের অধিনায়ক কেইন উইলিয়ামসনের মতে তাঁর দলের খেলোয়াড়দের আত্মবিশ্বাসী পারফরমেন্সেই জয় ধরা দিয়েছে।
ওয়েলিংটন টেস্টে অধিকাংশ সময় নিয়ন্ত্রন ছিল বাংলাদেশের। বিশেষ করে প্রথম ইনিংসে দারুন ব্যাটিংয়ে ভাল কিছু করার স্বপ্ন দেখাচ্ছিল মুশফিক বাহিনী। কিন্তু শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়তে হলো বাংলাদেশকে। দলপতি মুশফিক, ইমরুলসহ একাধিক খেলোয়াড়ের ইনজুরি এই হারের অন্যতম কারন বলে মনে করছেন তামিম ইকবাল।
এদিকে, পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত দারুন জয় নিউজিল্যান্ডের। এমন জয়ে স্বাভাবিকভাবেই তৃপ্ত নিউজিল্যান্ড দলপতি কেইন উইলিয়ামসন। তাইতো সংবাদ সম্মেলনে দলের খেলোয়াড়দের লড়াকু মনোভাবের প্রশংসা ঝড়ে পড়লো তাঁর কন্ঠে।
এদিকে, সাউদির বলে আহত বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম বিপদমুক্ত বলে জানিয়েছেন বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম।
আরও পড়ুন