ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

খোকাসহ সাতজনের বিচার শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৩, ১৩ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

ঢাকা সিটি কর্পোরেশনের মালিকানাধীন ঢাকা ট্রেড সেন্টারে দোকান বরাদ্দ নিয়ে দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় সাবেক মেয়র সাদেক হোসেন খোকাসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। রোববার ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান এ অভিযোগ গঠন করেন।

মামলায়  খোকা ছাড়াও অভিযুক্ত অন্যরা হলেন- ঢাকা সিটি কর্পোরেশনের সার্ভেয়ার মোতালেব হোসেন, ফারুক হোসেন, বাচ্চু মিয়া, কানুনগো মো. আলী, সম্পত্তি কর্মকর্তা শাহাবুদ্দিন সাবু ও মোহসীন উদ্দিন মোড়ল।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০০৯ সালের ১৩ সেপ্টেম্বর ঢাকা সিটি কর্পোরেশনের মালিকানাধীন ঢাকা ট্রেড সেন্টারের বেজমেন্টে আসামিরা পরস্পরের যোগসাজশে নিয়মের বাইরে বেশকিছু দোকান বরাদ্দ দেন। পরে এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মাহবুবুল আলম ২০১৪ সালের ২৪ আগস্ট মামলা দায়ের করেন।২০১৫ সালের ২২ সেপ্টেম্বর খোকাসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন দুদকের সহকারী পরিচালক শেখ আব্দুল সালাম।

সর্বশেষ আদালত মামলার অভিযোগ গঠনের ফলে এর আনুষ্ঠানিক বিচার শুরু হলো বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

আরকে/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি