গণতন্ত্র রক্ষায় বিএনপি আবারও সময় সুযোগ মতো রাজপথে নামবে: ফখরুল
প্রকাশিত : ১৬:৩১, ১৪ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৬:৩১, ১৪ জানুয়ারি ২০১৭
গণতন্ত্র রক্ষায় বিএনপি আবারও সময় সুযোগ মতো রাজপথে নামবে বলে জানিয়েছেন মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশনে দুটি বইয়ের প্রকাশনা উৎসবে মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র রক্ষায় শেষ পর্যন্ত লড়াই করে বিএনপিই জয়ী হবে। দলে কোন সংকটে নেই উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, দেশ এবং দেশের মানুষ সংকটে আছে। দলীয় নেতাকর্মীদের অত্যাচার নির্যাতন করে বিএনপিকে ধ্বংসের চেষ্টা করেও সরকার ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব।
আরও পড়ুন