ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

গণহত্যা মামলায় স্ত্রীসহ আ.লীগ নেতা আবু সুফিয়ান গ্রেপ্তার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৫, ১৯ ডিসেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

জুলাই গণহত্যার ১২ মামলার এজাহারভুক্ত আসামি বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান (শফিক) ও তার স্ত্রী লিপি আক্তারকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (১৮ ডিসেম্বর) রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিসি (মিডিয়া ও পাবলিক রিলেশন্স) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার রাত ৯টার দিকে তাদের গ্রেফতার করা হয়েছে। তারা জুলাই গণহত্যার ১২টি মামলার এজাহারভুক্ত আসামি। তাদেরকে গোয়েন্দা হেফাজতে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হবে জানান তিনি।

আবু সুফিয়ান সফিকের স্ত্রী লিপি আক্তার বগুড়া জেলা পরিষদের সাবেক সদস্য এবং জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য। বগুড়া সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান সফিক।

আবু সুফিয়ান সফিকের বিরুদ্ধে বগুড়া সদর থানায় জুলাই-আগস্টের একাধিক গণহত্যা মামলাসহ মোট ১২টি মামলা রয়েছে। এ ছাড়া তাঁর স্ত্রী লিপি আক্তার বগুড়া সদর থানার বিস্ফোরক আইন মামলার এজাহার নামীয় আসামি। 

গ্রেপ্তারের পর তারা মোহাম্মদপুর থানা হেফাজতে রয়েছেন। বৃহস্পতিবার তাদেরকে বগুড়ায় নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি