গাইবান্ধায় দুর্বৃত্তরা স্কুলঘর পুড়িয়ে দেয়ায় মাঠেই শিক্ষা কার্যক্রম
প্রকাশিত : ১১:২৮, ৩০ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১১:২৮, ৩০ জানুয়ারি ২০১৭
দুর্বৃত্তরা স্কুলঘর পুড়িয়ে দেয়ায়, মাঠেই শিক্ষা কার্যক্রম শুরু করেছেন গাইবান্ধার চরাঞ্চল কুন্দের পাড়ার গণউন্নয়ন একাডেমি হাইস্কুলের শিক্ষকরা। আসছে শিক্ষার্থীরাও। স্কুলঘর পুড়িয়ে দিয়ে যারা চরাঞ্চলের মানুষের শিক্ষার অগ্রযাত্রা ব্যাহত করতে চায়, তাদের বিচার দাবি করেছে শিক্ষার্থী-অভিভাবকসহ সকল শ্রেণীর মানুষ। এ’ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।
ঘর পুড়ে গেলেও, পোড়েনি স্বপ্ন। তাই বই খাতা নিয়ে মাঠে বসেই লেখাপড়া করছে শিক্ষার্থীরা। গাইবান্ধার কুন্দেরপাড়ায় ৬শ’ শিক্ষার্থীর এই বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে ভূমিকা রাখছে চরাঞ্চলের শিক্ষা কার্যক্রমে।
শনিবার থেকে পোড়া স্কুলঘরের সামনেই শুরু হয় পাঠদান। শিক্ষার্থীদের সাহস দিতে পাশে দাঁড়িয়েছে স্থানীয় প্রশাসন ও সুশীল সমাজ।
স্কুলঘর পোড়ানোর ঘটনায় প্রধান শিক্ষক বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় মামলা করেছেন। অভিভাবক ও শিক্ষার্থীরা এই ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন।
দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন।
অগ্নিসংযোগের প্রতিবাদে রোববার মানববন্ধন করে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।
আরও পড়ুন