ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

গার্মেন্টস শিল্পে ১৮ বিলিয়ন ডলার রপ্তানি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত : ১৮:২৫, ১৮ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:২৫, ১৮ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

বাংলাদেশ থেকে গার্মেন্টস শিল্পে ২০২১ সালের মধ্যে ১৮ বিলিয়ন ডলার রপ্তানি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বুধবার দুপুরে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় তৈরি পোশাক শিল্প পণ্যের তিনটি আন্তর্জাতিক প্রর্দশনীর উদ্বোধন করেন মন্ত্রী। পরে তিনি জানান, বর্তমানে বাংলাদেশ ১শ’ ৯৬টি দেশে ৭শ’ ২৯টি পণ্য রপ্তানি করছে। রপ্তানি বাড়াতে ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতারও আশ্বাস দেন তিনি। পরে বিভিন্ন স্টল ঘুরে দেখেন মন্ত্রী। প্রদর্শনীতে ২৪টি দেশের ৪শ’ টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি