ঢাকা, রবিবার   ০৪ মে ২০২৫

গুলশানে কমান্ডো অভিযানে নিহত জঙ্গিদের রক্ত ও চুলের নমুনা পাঠানো হচ্ছে এফবিআই’র ল্যাবে

প্রকাশিত : ১৭:৫৩, ২০ জুলাই ২০১৬ | আপডেট: ১৭:৫৩, ২০ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় কমান্ডো অভিযানে নিহত জঙ্গিদের রক্ত ও চুলের নমুনা পরীক্ষার জন্য এফবিআই’র ল্যাবে পাঠানো হচ্ছে। এ’জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে থাকা জঙ্গিদের মৃতদেহ থেকে রক্ত ও চুলের নমুনা সংগ্রহ করা হয়েছে। জঙ্গিরা বিশেষ ধরণের মাদকে আসক্ত ছিল কি-না, তা জানার আগ্রহ প্রকাশের পর এফবিআই’র কাছে এই নমুনা পাঠাচ্ছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। জানিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগ। গত পহেলা জুলাই গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার প্রায় ১২ ঘন্টা পর কমান্ডো অভিযানে নিহত হয় ছয় জঙ্গি। পরে তাদের মরদেহ রাখা হয় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে। ইরাক-সিরিয়ায় সক্রিয় ইসলামিক স্টেট-আইএস জঙ্গিদের মতো গুলশানের জঙ্গিরাও বিশেষ ধরণের মাদকে আসক্ত ছিল কি-না তা নিয়ে প্রশ্ন ওঠে। এ কারণে ঘটনার পরপরই যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন-এফবিআই  গুলশানের হামলাকারীদের রক্তের ও চুলের নমুনা পরীক্ষার আগ্রহ প্রকাশ করে। এর অংশ হিসেবে বুধবার গুলশানের হামলাকারীদের রক্ত ও চুলের নমুনা সংগ্রহ করে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের কাছে দেয়া হয়েছে বলে জানায়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগ। হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলা চালিয়ে ১৭ বিদেশিসহ ২০ জনকে হত্যা করে জঙ্গিরা। চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরও একজন। জঙ্গিদের হামলা প্রতিরোধ করতে গিয়ে নিহত হন দুই পুলিশ কর্মকর্তা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি