গৃহকর্মীদের অধিকার প্রতিষ্ঠায় মনিটরিং সেল
প্রকাশিত : ১৯:৩০, ২ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৯:৩০, ২ ফেব্রুয়ারি ২০১৭
গৃহকর্মীদের অধিকার প্রতিষ্ঠায় সারাদেশে মনিটরিং সেল গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
আগামী ৬ মাসের মধ্যে সিটি করপোরেশন, শ্রম মন্ত্রণালয়, জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারদের এই সেল গঠন করতে বলা হয়েছে। বিচারপতি সালমা মাসুদ চৌধুরী এবং বিচারপতি কাজী মোহাম্মদ ইজহারুল হক আকন্দের বেঞ্চ এই আদেশ দেন। আদালত একইসঙ্গে এ’ সংক্রান্ত সরকারি নীতিমালা অনুসরণের নির্দেশ দিয়েছে। পরে আইনজীবী মনজিল মোরসেদ জানান, মনিটরিং সেলে বিভিন্ন অভিযোগ জানানো যাবে।
আরও পড়ুন