ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গোখরোর মাথায় চুম্বন দিতে গিয়ে...

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৯, ২ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

কথায় আছে, সাপের মুখে চুমু, ব্যাঙের মুখেও চুমু। এটি দ্ব্যর্থ ভাষায় ব্যবহৃত হলেও, সাপের মুখে চুমু খাওয়া যে কতটা বিপজ্জনক! তা হাড়ে হাড়ে টের পেলেন এক যুবক।

সম্প্রতি একটি গোখরো সাপ উদ্ধার করতে গিয়েছিলেন অ্যালেক্স নামে ওই যুবক। জানা গেছে, বরাবরই সাপ উদ্ধার করে থাকেন তিনি। কিন্তু এই কাজে ঝুঁকি তো সব সময় থাকেই। তা জানা সত্ত্বেও গোখরো উদ্ধার করার পর ক্যামেরার সামনেই সেই সাপের মাথায় চুমু খেতে গিয়েছিলেন অ্যালেক্স। তারপরেই ঘটে ভয়ঙ্কর সেই ঘটনা!

ভাইরাল হওয়া এ সংক্রান্ত ভিডিওতে দেখা যায়, মাত্রই সাপের মাথায় মুখ ঠেকিয়েছিলেন অ্যালেক্স। আর তখনই হাতের মুঠো একটু আলগা হয়ে যায় তার। সেই সুযোগে অ্যালেক্সের ঠোঁটে ছোবল বসিয়ে দেয় গোখরোটি। ছোবল খাওয়ার পরই সাপটিকে ছুড়ে ফেলে দেন অ্যালেক্স।

ভয়ানক এই ঘটনাটি ঘটেছে কর্নাটকের শিমোগা জেলার ভদ্রাবতীতে। সাপের ছোবল খাওয়ার পর অ্যালেক্সকে উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করানো হয়।

স্থানীয় সূত্রে খবর, শিমোগা জেলায় লোকালয়ে কোনও সাপ ঢুকলে অ্যালেক্স এবং রনি নামে দুই সাপ উদ্ধারকারীর ডাক পড়ে। সাপ উদ্ধারের পর সেগুলো জঙ্গলেই ছেড়ে দিয়ে আসেন তারা। 

গত বুধবারও ভদ্রবতীতে এক বিয়েবাড়িতে সাপ ঢুকে পড়েছিল। তখন ডাক পড়ে অ্যালেক্সদের। অ্যালেক্স গোখরোটি উদ্ধারের পর ক্যামেরার সামনে সেটার মাথায় চুমু খেতে গিয়েই বিপত্তি ঘটে। 

ছোবল খাওয়ার পরেও অবশ্য সেই গোখরোকে জঙ্গলে ছেড়ে দিয়ে আসেন অ্যালেক্স। তার পর তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। দু’দিন বাদে তাকে ছেড়েও দেয়া হয়েছে হাসপাতাল থেকে। অ্যালেক্স এখন পুরোপুরি সুস্থ। সূত্র- আনন্দবাজার অনলাইন। 

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি