ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

গোরিলার চোখে অপারশেন!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৯, ১২ জানুয়ারি ২০২০

জীবজন্তুর চিকিৎসার ব্যবস্থা বিশ্বের অনেক দেশেই রয়েছে। তবে এখন পর্যন্ত কোন জীবজন্তুর চোখে অপারেশনের কথা শোনা যায়নি। কিন্তু সান দিয়াগো চিড়িয়াখানার এক গোরিলার ছানি অপারেশন করে অভিনব রেকর্ড গড়লেন ক্যালিফোর্নিয়ার এক দল চিকিৎসক।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ সম্প্রতি জানিয়েছেন, গত ১০ ডিসেম্বর তিন বছরের মহিলা গোরিলা লেসলির বাঁ-চোখের ছানি অপারেশন করা হয়। চিড়িয়াখানা কর্তৃপক্ষের ভেটেরিনারি চিকিৎসকদের সহায়তায় এই অপারেশন সফলভাবে সম্পন্ন হয়।

গোরিলার চোখে অপারেশন করা চক্ষু বিশেষজ্ঞ ক্রিশ হেইচেল এ ব্যাপারে বলেছেন, ‘হাজারেরও বেশি মানুষের অপারেশন করেছি আমি। কিন্তু গোরিলার ছানি অপারেশন এই প্রথম। নতুন এক অভিজ্ঞতা হলো।’ 

তিনি আরও জানিয়েছেন, গোরিলার সঙ্গে মানুষের গঠনগত অনেক সাদৃশ্য রয়েছে। তাই এই অপারেশন করতে গিয়ে তেমন অসুবিধা হয়নি তাঁদের।

জানা গেছে, ছানি অপারেশনের পর এখন সুস্থ রয়েছে লেসলি। অপারেশন করে তার চোখে কৃত্রিম লেন্স লাগানো হয়েছে।

সূত্র: আনন্দবাজার 

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি