ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

গ্রহণযোগ্য নির্বাচন কমিশন না হলে মেনে নেবে না বিএনপি নির্বাচনেও যাবে না

প্রকাশিত : ১৩:৪৮, ১৩ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৩:৪৮, ১৩ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

গ্রহণযোগ্য নির্বাচন কমিশন না হলে, তা মেনে নেবে না বিএনপি। এমনকি নির্বাচনেও যাবে না দলটি। জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে জাগপা ছাত্রলীগের জন্মদিনের আলোচনায় এ’সব বলেন বিএনপির এই নেতা। তিনি অভিযোগ করেন, সরকার উন্নয়নের নামে দেশকে দুর্নীতির মহাসড়কে নিয়ে গেছে। রিজভী বলেন, জাতির উদ্দেশে দেয়া প্রধানমন্ত্রীর ভাষণে জনগণ সন্তুষ্ট হতে পারে নি। এই সরকারের সময়ে করা সব আইন গণবিরোধী বলেও উল্লেখ করেন রিজভী।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি