ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

গ্রামীণ অর্থনীতির পরিধি বাড়াতে শিগগিরই যাত্রা শুরু করছে পল্লী সঞ্চয় ব্যাংক

প্রকাশিত : ১১:০৯, ৫ এপ্রিল ২০১৬ | আপডেট: ১১:০৯, ৫ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

গ্রামীণ অর্থনীতির পরিধি বাড়াতে শিগগিরই যাত্রা শুরু করছে পল্লী সঞ্চয় ব্যাংক। প্রায় ১২শ’ কোটি টাকার মূলধন নিয়ে শুরু হতে যাওয়া এই ব্যাংকের শাখা হবে দেশের ৪শ’ ৮৫টি উপজেলায়। প্রকল্পটি বাস্তবায়িত হলে, সামাজিক নিরাপত্তা ও সুরক্ষার আওতায় আসবে কয়েক কোটি পরিবার। এ’ বছরের জুনে শেষ হচ্ছে একটি বাড়ি, একটি খামার প্রকল্পের মেয়াদ। এরপর প্রকল্পটির স্থাবর-অস্থাবর সম্পত্তি ও নগদ টাকাসহ সমস্ত কর্মসূচি স্থানান্তরিত হবে পল্লী সঞ্চয় ব্যাংকে। গ্রামের মানুষের সামগ্রিক উন্নয়ন ও জীবনমান পাল্টে দিতেই এই প্রকল্প। ক্ষুদ্র ঋণের যন্ত্রণা থেকে মুক্তি দিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ এই প্রকল্পে গ্রামের ২ কোটি ৮৭ লাখ কৃষিভিত্তিক পরিবার সুবিধা পাবে। প্রান্তিক জনগোষ্ঠীকে ক্ষুদ্রঋণ ও দাঁদন ব্যবসায়ীদের হাত থেকে মুক্তি দিতেই এই উদ্যোগ বলে জানান সংশ্লিষ্টরা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি