চট্টগ্রাম গণহত্যা দিবস পালন
প্রকাশিত : ১৮:০৪, ২৪ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:০৪, ২৪ জানুয়ারি ২০১৭
নানা কর্মসূচিতে পালিত হয়েছে চট্টগ্রাম গণহত্যা দিবস।
মঙ্গলবার সকালে চট্টগ্রাম আদালত ভবন এলাকায় শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করে আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন। পরে সেখানে সমাবেশ বক্তারা বলেন, এরশাদ বিরোধী আন্দোলনে যারা রক্ত দিয়েছেন তাদের আতœত্যাগ বৃথা যায়নি। শহীদের রক্তদানে দেশে গণতন্ত্র ফিরে এসেছে। সমাবেশে উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী।
আরও পড়ুন